২১ অক্টোবর, ২০১৭ ০৯:১০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি

অনলাইন ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি

ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খুবই ধীরগতিতে যানবাহন চলাচল করছে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে চন্দ্রা পর্যন্ত যেতে দ্বিগুণেরও বেশি সময় লেগে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, বৃষ্টি ও মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধির কারণে বেশির ভাগ রাস্তায় খানা-খন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় মহাসড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নীত করার জন্য কয়েকটি স্থানে সড়ক কাটা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত বর্ষণের কারণে রাস্তায় পানি জমে রয়েছে। এ কারণে যানবাহন খুবই ধীর গতিতে চলছে। 

যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর