২১ অক্টোবর, ২০১৭ ১১:১৮

বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত জনজীবন

অনলাইন প্রতিবেদক

বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত জনজীবন

ফাইল ছবি

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে রাজধানী জুড়ে। কখনো মুসলধারে তো কখনো গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। শুধু রাজধানী নয় দেশজুড়ে এমন টানা বৃষ্টিতে দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। 

আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। যার ফলে রবিবারের আগে বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই। আজও দিনভর একই ধারায় চলবে বর্ষণ। সাগর উত্তাল থাকায় এখনও তিন (০৩) নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কাও দেখছে আবহাওয়া অফিস।

এদিকে দু'দিনের টানা বৃষ্টিতে রাজধানী যেন পানিতে ভাসছে। বিভিন্ন পয়েন্টে কোথাও কোমড় পানি তো কোথাও কোমড় পানি। এরমধ্যে সংকট রয়েছে যানবাহনের। ফলে অফিস-স্কুল-কলেজগামী মানুষের দুর্ভোগ চরমে। এছাড়া এই বৃষ্টির প্রভাব পেড়েছে সবজি বাজারেও। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে তেমন কোন সবজি নেই। এছাড়া যানবাহনের অযুহাতে বিক্রেতারা সবজি'র দামও বাড়িয়ে দিয়েছেন। 

এদিকে রাস্তাজুড়ে পানি থাকায় রিক্সা-সিএনজি ভাড়াও বাড়িয়ে নেওয়া হচ্ছে।  ২০ টাকার রিক্সা ভাড়া নেওয়া হচ্ছে ৫০-৮০ টাকা। 

 

বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর