২১ অক্টোবর, ২০১৭ ১১:৫৩

গাজীপুরে দুই মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা

খায়রুল ইসলাম, গাজীপুর :

গাজীপুরে দুই মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে মহাসড়কে পানি জমায় এবং ছোট বড় গর্তের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ সাধারণ মানুষ। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় সকাল থেকেই এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল থাকায় অনেক স্থান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে জেলার চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গী, চেরাগ আলী এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

এছাড়া গাড়ির বাড়তি চাপ ও মহাসড়কে ছোট বড় গর্ত এবং টানা বৃষ্টিপাতের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে গাড়ি চলাচল। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। তবে যানজট নিরসনে পুলিশকে কাজ করতে দেখা গেছে।

বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর