২১ অক্টোবর, ২০১৭ ১৮:২৯

'সজাগ থাকতে হবে, কেউ যেন স্বাধীনতার চেতনায় আঘাত করতে না পারে'

'সজাগ থাকতে হবে, কেউ যেন স্বাধীনতার চেতনায় আঘাত করতে না পারে'

আর যাতে কেউ স্বাধীনতার চেতনায় আঘাত করতে না পারে সে ব্যাপারে তরুণ প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

শনিবার বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৭' প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কখনও স্বাধীনতার চেতনা ভুলবেন না, ভবিষৎ প্রজন্মকেও ভুলতে দেবেন না। বিগত সরকারের আমলে স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠিত ছিল না বলেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আত্মবিশ্বাসী ছিল না তরুণরা। স্বাধীনতা চায়নি বলেই দেশ আত্মনির্ভরশীল হোক চায়নি আগের সরকারগুলো। কিছু বুদ্ধিজীবী বিদেশ থেকে প্রতিবন্ধীদের অনুদানের নামে টাকা এনে আত্মসাৎ করেছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার কারণেই বিশ্ব দরবারে দ্যুতিময় তারকার নাম বাংলাদেশ। 

বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর