২২ অক্টোবর, ২০১৭ ১৩:০৩

'ঢাকায় জলাবদ্ধতা হতেই পারে'

অনলাইন ডেস্ক

'ঢাকায় জলাবদ্ধতা হতেই পারে'

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকায় দুই দিনে ২৩০ মিলি মিটার বৃষ্টি হয়েছে। ফলে জলাবদ্ধতা হতেই পারে।

তিনি রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে জলাবদ্ধতা প্রসঙ্গে সাংবাদিকদের একথা বলেন।

এছাড়াও অতিবর্ষণজনিত জলাবদ্ধতার পেছনে ওয়াসার দায় আছে বলেও মনে করেন তিনি।

সাঈদ খোকন বলেন, সিটি কর্পোরেশনের অন্য যেকোনো কাজের চেয়ে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে সকাল ৭টা থেকে রাত ১০টার মধ্যে কোনো বর্জ্য অপসারণ কার্যক্রম আর পরিচালনা হয় না।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি তার বক্তব্যে বলেন, ঢাকা শহরের খালগুলো ভাগাড়ে পরিণত হয়েছে। এগুলো পরিষ্কার করতে হবে। সবক’টি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর