২২ অক্টোবর, ২০১৭ ১৩:০৭

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

কয়েক দিনের টানা বর্ষণের ফলে রাস্তার খানা খন্দে পানি জমে থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির সারি আছে বলে জানা গেছে। ফলে দুই ঘণ্টার রাস্তা পারি দিতে ৩/৪ ঘণ্টা সময় বেশি লেগে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রবিবার সকালে যান চলাচলে ধীরগতি থাকলেও সকাল ১১টার পর থেকে তা তীব্র যানজটে রূপ নেয়। দুই দিনের অবিরাম বর্ষণে খানা খন্দ বেড়ে যাওয়ায় মহাসড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভারী যানবাহনগুলো চলাচল করতে গিয়ে রাস্তায় বিকল হয়ে পড়ছে। পুলিশ বিকল যানবাহনগুলো সরিয়ে নিলেও রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। 

এদিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে রসুলপুর পর্যন্ত রাস্তার করুণদশার সৃষ্টি হয়েছে। যার কারণে এ অংশে ১০ মিনিটের রাস্তা পারি দিতে এক ঘণ্টা লাগছে।

ঢাকাগামী বাসের এক যাত্রী জানান, সকাল ছয়টায় টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ১২টা কিন্তু পর্যন্ত গাজীপুরের চান্দরা এলাকা ছাড়াতে পারেননি।

ট্রাফিক পুলিশের মির্জাপুর থানার পরিদর্শক শাহাদাৎ হোসেন সেলিম জানান, বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে এতে গাড়ির গতি কমে যাওয়ায় কোনো কোনো জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। বিকেলের পর যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর