২৩ অক্টোবর, ২০১৭ ১৫:৪০

ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে

৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

অনলাইন ডেস্ক

ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে

ফাইল ছবি

দ্বীপ জেলা ভোলার শাহবাজপুরের পাশে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এ নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ তথ্য জানানো হয়।
 
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যম কর্মীদের জানান, একটা সুসংবাদ দিয়ে শুরু করি। ভোলায় বাপেক্স কাজ করছে। শাহবাজপুরের পাশে নতুন গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস আছে।

তিনি আরও জানান, শাহবাজপুরসহ ভোলায় সব মিলে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। দুই-এক দিনের মধ্যে এ সম্পর্কে বিস্তারিত জানাবে জ্বালানি বিভাগ। এটা একেবারেই র ইনফরমেশন। যেটা মন্ত্রিসভায় আলোচনা হয়েছে সেটা জানানো হলো।

বিডিপ্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর