২১ নভেম্বর, ২০১৭ ১৪:২২
বিচারকদের আচরণ ও শৃঙ্খলাবিধি

এস কে সিনহা চলে যাওয়ায় সংকটের দ্রুত সমাধান হয়েছে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

এস কে সিনহা চলে যাওয়ায় সংকটের দ্রুত সমাধান হয়েছে: আইনমন্ত্রী

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চলে যাওয়ায় নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালা সংক্রান্ত গেজেট প্রকাশ নিয়ে সৃষ্ট সংকটের দ্রুত সমাধান হয়েছে দাবি করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদের আচরণ ও শৃঙ্খলাবিধির খসড়া তৈরি করা হয়েছে। এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জমা দেয়া হয়েছে। আপনারা দেখেছেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা চলে যাওয়ার পর কত দ্রুত এর সমাধান হয়েছে।

জানা যায়, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাজদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনাসহ রায় দেয়া হয়। ওই রায়ের ৭ম দফায় আলাদা আচরণ ও শৃংখলাবিধি প্রণয়নের নির্দেশনা রয়েছে। 

বিডি প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর