২২ নভেম্বর, ২০১৭ ১৬:৪০
বৈঠক চলছে

'রোহিঙ্গা ইস্যুতে আজ সমঝোতা হলে কাল এমওইউ সই'

অনলাইন ডেস্ক

'রোহিঙ্গা ইস্যুতে আজ সমঝোতা হলে কাল এমওইউ সই'

ফাইল ছবি

রোহিঙ্গা ইস্যুতে নেপিদোতে সু চির কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দফতরের মন্ত্রী খিও তিন্ত সোয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক চলছে। বুধবার বিকেলে এই বৈঠক শুরু হয়। 

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে এই বৈঠকে একটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বুধবার বিষয়টি নিয়ে সমঝোতা হলে কাল বৃহস্পতিবারই এমওইউ সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।     

এর আগে, আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন। 

বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর