২২ নভেম্বর, ২০১৭ ২১:১৪

রসিক নির্বাচনের সম্ভাব্য ব্যয় ৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক

রসিক নির্বাচনের সম্ভাব্য ব্যয় ৩ কোটি টাকা

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, সম্মানি-ভাতা, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, বিভিন্ন ধরনের ব্যাগ ইত্যাদি খাতে নির্বাচনী পরিচালনায় এ ব্যয় ধরা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ‍বাজেট শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নির্বাচনী ব্যয়ের তিন ভাগের দুই ভাগ ব্যয় হয় আইন-শৃঙ্খলা রক্ষায়। ৩ কোটি টাকার মতো আমরা বরাদ্দ রেখেছি। এ অঙ্কের কিছু কম-বেশি হতে পারে। তবে বাড়লেও সমস্যা নেই। আমাদের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। যেহেতু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের ওপর ব্যয়টা নির্ভর করে, তাই সঠিক অঙ্কটা এখনই নির্ণয় করা যাবে না’।

নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য, র‍্যাবের ৩৬টি টিম ও বিজিবি'র ১৮টি টিম নিয়োজিত থাকবেন। এছাড়া পুলিশ ও অন্যান্য বাহিনীর ১১টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। ম্যাজিস্ট্রেট থাকবেন প্রায় অর্ধশত।

উল্লেখ্য, রসিক নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২১ ডিসেম্বর।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর