২৩ নভেম্বর, ২০১৭ ১৩:০১

ভোরে হালকা কুয়াশা পড়তে পারে

অনলাইন প্রতিবেদক

ভোরে হালকা কুয়াশা পড়তে পারে

প্রতীকী ছবি

দেশের নদী অববাহিকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে করে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আজ বৃহ্স্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৯ মিনিটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড হয়েছে সিলেট ও খুলনার মংলায় ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদেকে, আজ সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে রাজশাহী ও রাজশাহীর বদলগাছিতে (১২.০০ ডিগ্রি সেলসিয়াস)।

বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর