১১ ডিসেম্বর, ২০১৭ ১১:০৩

প্যারিসের পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্যারিসের পথে প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জলবায়ু বিষয়ক ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ যোগ দিতে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 

সোমবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিনবাহিনী প্রধানরাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, দুবাইয়ে যাত্রা বিরতির পর ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চার্লস দ্য গল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের।

বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর