১২ ডিসেম্বর, ২০১৭ ০১:৩৭

প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এমডি রিয়াজ হোসেন, ফ্রান্স (প্যারিস) থেকে

প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু বিষয়ক ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা পৌনে ৮টায় প্যারিসের দ্য গল বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অবতরণ করে।

চার্লস দ্য গল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ হোসেন। এদিকে হোটেল লবিতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

এর আগে, সোমবার সকালে প্রধানমন্ত্রী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। 

এই সফর শেষে বুধবার রওনা হয়ে বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিং ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই শীর্ষ সম্মেলনে যোগদান করছেন।

বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর