১২ ডিসেম্বর, ২০১৭ ১৩:৪৬

'বাংলাদেশ এখন ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে'

অনলাইন ডেস্ক

'বাংলাদেশ এখন ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে'

ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৯ বছর আগে এদেশে ৮ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত, এখন ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।  এভাবে দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে চাই।  ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দর্শন, তাকে ভিত্তি করেই ইন্টারনেট সুবিধা গ্রামেও পৌঁছে দেওয়া হচ্ছে।  আজ মঙ্গলবার জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের শোভাযাত্রা উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ ভিশনকে নিয়ে অনেকেই ঠাট্টা তামশা করেছেন। অনেকে বলেছেন যে বাংলাদেশ ৩০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ নেই, যে বাংলাদেশ আট লাখের কম মানুষ ইন্টারনেট ব্যবহার করত, সেই বাংলাদেশকে কিভাবে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করবেন? শেখ হাসিনা নিজের দর্শনের মাধ্যমে শহর থেকে গ্রামের দিকে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছেন। ডিজিটাল দেশের জন্য সারা দেশে ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে।  শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৮ সালের মধ্যে সাড়ে চার হাজার ইউনিয়নকে ফাইবার অপটিক হাই স্পিড কানেকটিভিটির আওতায় নিয়ে আসতে পারব। 

আজ ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে এ দিবসের কার্যক্রম শুরু হয়।  পরে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর