১৪ ডিসেম্বর, ২০১৭ ০৮:৪৮

দেশের পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশের পথে প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জলবায়ু বিষয়ক ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশে প্যারিস ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশে প্যারিসের দ্য গল বিমানবন্দর ছাড়ে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানটি। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। 

দুবাইয়ে তিন ঘণ্টার যাত্রাবিরতির পর বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এর আমন্ত্রণে জলবায়ু বিষয়ক ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ যোগ দিতে সোমবার প্যারিস যান প্রধানমন্ত্রী।

সফরকালে ওয়ান প্লানেট সামিটে অংশগ্রহণের পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর