১৫ ডিসেম্বর, ২০১৭ ১০:০৩

আলুবোঝাই ট্রাক বিকল, ঢাকা-টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

আলুবোঝাই ট্রাক বিকল, ঢাকা-টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে করটিয়া, রাবনা বাইপাস, রসুলপুর ও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার ভোর রাতে এলেঙ্গাতে একটি আলুবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এছাড়া রসুলপুর থেকে এলেঙ্গা এলাকাজুড়ে সড়কে বড় বড় গর্তের পাশাপাশি যানবাহনের চাপ বেশি থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এস. এম. শহীদুর রহমান।

পুলিশ জানায়, অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি ভোর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গার জালদহ ব্রিজের কাছে একটি আলুবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এর ফলে গাড়ির স্বাভাবিক গতি কমে যায়। এছাড়াও রসুলপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৮ কিলোমিটার এলাকাজুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত এবং মহাসড়কে চলছে চার লেনের নির্মাণকাজ। এসব কারণে টাঙ্গাইলের সীমানায় প্রায় সময় দেখা দেয় তীব্র যানজট। ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে। 

বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর