১৭ ডিসেম্বর, ২০১৭ ১১:১৬

পাটুরিয়া ঘাটে দীর্ঘ গাড়ির সারি, ভোগান্তিতে যাত্রীরা

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া ঘাটে দীর্ঘ গাড়ির সারি, ভোগান্তিতে যাত্রীরা

ফাইল ছবি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতা ও অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে পাটুরিয়া প্রান্তে পারের অপেক্ষায় রয়েছে কয়েকশ' যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে পারের অপেক্ষায় থাকা যাত্রী এবং শ্রমিকরা।
  
বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, সরকারী ছুটি থাকার কারণে এই নৌরুটে গাড়ির চাপ বেড়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে ফেরি ধীর গতিতে চলাচল করায় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি কয়েকটি ফেরী যান্ত্রিক ত্রুটির জন্য মেরামতে রয়েছে। 

তিনি বলেন, বর্তমানে ১৩টি সচল ফেরি দিয়ে যানবাহন পারাপার করতে হচ্ছে। পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় যাত্রীবাহী বাসসহ কয়েকশ যানবাহন রয়েছে বলেও তিনি জানান। 

বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর