১৫ জানুয়ারি, ২০১৮ ২১:৫৭

সংসদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

অনলাইন ডেস্ক

সংসদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

ফাইল ছবি

জাতীয় সংসদে ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮’ সংশোধিত আকারে পাস হয়েছে। 

সোমবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এছাড়া চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল নামে আলাদা দু’টি বিল উত্থাপন করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮’ নামে বিলটি উত্থাপনের পর বিরোধীদল জাতীয় পার্টির মো. ফখরুল ইমাম, নুরুল ইসলাম মিলন, বেগম রওশন আরা মান্নান ও বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং স্বতন্ত্র সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। 

তবে তাদের উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলোর মধ্যে দু’টি সংশোধনী গ্রহণ করা হয়।
 
বিডিপ্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর