১৬ জানুয়ারি, ২০১৮ ১১:৫৫

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মাঠপর্যায়ের চুক্তি চূড়ান্ত

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মাঠপর্যায়ের চুক্তি চূড়ান্ত

ফাইল ছবি

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে 'ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট' নামের মাঠপর্যায়ের চুক্তিটি চূড়ান্ত হয়েছে। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার সকালে মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে চুক্তিটি চূড়ান্ত রূপ পায়।

প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে তা সম্পন্ন করা হবে বলে চুক্তিতে উভয় পক্ষ সম্মত হয়েছে।

চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমরা সফলভাবে 'ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট' চূড়ান্ত করেছি। সেই সঙ্গে যেসব রোহিঙ্গা ফেরত যাবেন, তাঁদের জন্য একটি ফরমের রূপও চূড়ান্ত করা হয়েছে।

জেডব্লিউজির বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে নেতৃত্ব দেন।

বৈঠক সূত্র জানায়, প্রতিদিন ৩০০-৫০০ রোহিঙ্গা ফেরত পাঠানো হতে পারে।

বিডিপ্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর