Bangladesh Pratidin

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০১৮ ১৪:৩৯ অনলাইন ভার্সন
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৮ ১৫:২২
জাতীয় পার্টির ৯ বছ‌রে দেশে কোনো গুম খ‌ুন হয়‌নি : এরশাদ
অনলাইন ডেস্ক
জাতীয় পার্টির ৯ বছ‌রে দেশে কোনো গুম খ‌ুন হয়‌নি : এরশাদ
ফাইল ছবি

জাতীয় পা‌র্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব‌লে‌ছেন, "জাতীয় পার্টির ৯ বছ‌রে দেশে কোনো গুম খ‌ুন হয়‌নি, দেশের মানুষ ওই সময়ে ফিরে যে‌তে চায়।" 

আজ সোমবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পা‌র্টির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তি‌নি এ কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, "অনে‌কে জাতীয় পা‌র্টি‌কে গৃহপা‌লিত দল ম‌নে ক‌রে। আমার খারাপ লা‌গে। তবে ঘটনা ঘ‌টে গে‌ছে। ত‌বে জাতীয় পা‌র্টির দি‌কে মানুষ চেয়ে আছে। জাতীয় পা‌র্টির সাম‌নে আশার আলো এসে‌ছে। তাই মৃত্যুর আগে দে‌খে যে‌তে চাই জাতীয় পা‌র্টি সরকার ক্ষমতায়।"

উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ আয়োজনের বিষয়ে এ যৌথসভা ডাকা হয়।

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow