২২ জানুয়ারি, ২০১৮ ১৭:১৯

শিক্ষা মন্ত্রণালয়ের আটক দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের আটক দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক শিক্ষা মন্ত্রণালয়ের দুইজনের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ সোমবার তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরেছে, নিশ্চয়ই কোনো অভিযোগ আছে। সে অভিযোগ কোর্টে প্রমাণ এবং শাস্তি হলে।  সেই বিধান অনুসারে আমাদের যে সিস্টেম আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। '

উল্লেখ্য, গত শনিবার বিকেল ৪টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা বসিলা এলাকা থেকে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে তুলে নেয় বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্য। পরে এ বিষয়ে রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনার দুই দিন আগে বনানী এলাকা থেকে নিখোঁজ হন শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন। পরে পুলিশ রবিবার জানায় ওই দুইজন তাদের হেফাজতে আছে।

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, দুজনের নিখোঁজের খবরে সবাই উদ্বিগ্ন হয়ে পড়লেও এখন আর ‘চিন্তা করার দরকার নেই’।  তবে এটা এখন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার। আইনশৃঙ্খলা বাহিনী (ধরে) নিলে কিছু না কিছু কারণ থাকে। দুর্নীতি হোক, অন্য যে কোনো ধরনের অপরাধ হতে পারে, অবশ্যই অপরাধ আছে।'

পুলিশের হাতে আটক মোতালেব নিজের ব্যক্তিগত কর্মকর্তা হলেও এখন আর তাকে কোনো সহযোগিতা দেবেন না বলে জানান শিক্ষামন্ত্রী।

বিডিপ্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর