২৩ জানুয়ারি, ২০১৮ ২০:২২

রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায় এপিএইচআর

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায় এপিএইচআর

সংগৃহীত ছবি

রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চেয়েছে এশিয়ার পার্লামেন্ট ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। একইসঙ্গে রোহিঙ্গা সমস্যা দ্রুত যাতে সমাধান হয় সেজন্য প্রতিনিধি দলের সদস্যরা নিজ দেশের সরকারের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষন করার আশ্বাস প্রদান করেন।

সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত এক গোল টেবিল বৈঠকে এ প্রত্যাশা ব্যক্ত করা হয়। এতে অংশ নেন ঢাকায় সফররত এশিয়ার পার্লামেন্ট ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) এর প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন ইন্দোনেশিয়ান এমপি ইভা কুসুমা সুন্দরী, মালয়েশিয়ান এমপি চার্লিস সান্টিয়াগো এবং লীনা মুক্তি, সিঙ্গাপুরের এমপি লয়ুস এনজি, থাইল্যান্ডের সাবেক এমপি রিচার্ড ডান্ডিরেড। 

বৈঠকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের নেতৃতে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন ডা. দীপু মনি, এবি তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, আব্দুল মান্নান এবং নাহিম রাজ্জাক।

এপিএইচআর-এর প্রতিনিধিদল বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশের মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। 

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, সম্প্রতি মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে নিজ বাসভূমিতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করলেও তার অগ্রগতি সন্তোষজনক নয়। তাই আন্তর্জাতিক বিশ্বের উচিত মিয়ানমার সরকারের উপর চাপ বৃদ্ধি করা যাতে তারা দ্রুত রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়। 

বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর