২৩ জানুয়ারি, ২০১৮ ২২:৩৩

ময়মনসিংহে বোরো সেচ নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বোরো সেচ নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ময়মনসিংহের মুক্তাগাছায় বোরো সেচ নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার বিরাশি আন্দারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার বিরাশি আন্দারিয়াপাড়া গ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের গভীর নলকূপের বোরো সেচ নিয়ে দীর্ঘদিন ধরে আতশ আলীদের সাথে একই এলাকার মনতাজ আলীদের বিরোধ চলে আসছে। এ নিয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন একাধিক শালিস বৈঠকও করেন। এরপরও কোন সুরাহা না হওয়ায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন থানা পুলিশ নিয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যান। পরে তাদের সামনেই দুই গ্রুপের মধ্যে লাঠি সোটা নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়। এ সময় কয়েকজন পুলিশও সামান্য আহত হন। সংঘর্ষে আহত খাতিজা আক্তার, শফিকুল ইসলাম, রুহুল আমীন, সোহাগ মিয়া, নিয়ামত আলী, বানেছা খাতুন, আ. রাজ্জাক, সাজেদা খাতুন ও  হাফিজা আক্তারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মুক্তাগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুক্তাগাছার ভারপ্রাপ্ত ইউএনও রাজিবুল আহসান ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মুক্তাগাছা থানার ওসি আলী আহমেদ মোল্লা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর