১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:১১

বিএনপিকে নিয়েই নির্বাচনে যেতে চাই : কাদের

অনলাইন ডেস্ক

বিএনপিকে নিয়েই নির্বাচনে যেতে চাই : কাদের

ফাইল ছবি

বিএনপিকে নিয়েই আগামী নির্বাচনে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রবিবার দুপুরে ধানমন্ডির এক কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “খালেদা জিয়া জেলে যাওয়ার পর বিএনপির নেতারা বলছে বিএনপি আগের চেয়ে বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। তাহলে কেন এই শক্তিশালী বিএনপির নির্বাচনে যেতে ভয় কিসের? আমরা এই বিএনপিকে নিয়েই আগামী নির্বাচনে যেতে চাই। আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।”

আগামী ৭ মার্চের সমাবেশ সফলভাবে আয়োজনে করনীয় নিয়ে নিয়ে ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এই যৌথসভা হয়।

আগামী ৭ মার্চ ঢাকায় জনসভা সফল করতে আওয়ামী লীগের ঢাকা মহানগর, জেলা, পাশ্ববর্তী জেলা, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা এবং এমপিদের সঙ্গে এ যৌথসভার আয়োজন করে দলটি।

বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রশ্ন রেখে বলেন, “৭ ধারা বাতিল করা হয়েছে কি আরেক দুর্নীতিবাজকে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার জন্য? এর জবাব আমরা এখনো পাইনি।”

যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর