১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:২৬

'বিএনপিতে কি এতই দৈন্যদশা?'

অনলাইন প্রতিবেদক

'বিএনপিতে কি এতই দৈন্যদশা?'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিতে এমন কী একজন নেতাও নাই যাকে ভারপ্রাপ্ত করা গেল না। ভারপ্রাপ্ত করা হলো ফেরারী আসামীকে যে আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়েছে। তার জেল-জরিমানা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে কি এতই দৈন্যদশা? দেশে যারা আছেন অনেক অনেক কাজ করছেন, অনেক কর্মঠ, তাদের কারও ওপর ভরসা করা গেল না? আমি আর কিছু বলতে চাই না, কিছু বললেই তো অনেক দোষ।

সোমবার গণভবনে এক সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে শেখ হাসিনা আরও বলেন, আদালত রায় দিয়েছে। আমাদের কিছু করার নেই। কিন্তু বিএনপি সব দোষ দেয় সরকারের ওপরে।

বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি গঠনতন্ত্রের ধার ধারে না। সব ক্ষমতা চেয়ারপারসনের হাতে। ৭ নম্বর ধারাটা ভালো একটা ধারা ছিল যাতে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না। খালেদায় জিয়ার রায়ের আগেই বিএনপি সেই ধারা পরিবর্তন করে নির্বাচন কমিশনে জমা দিয়েছে। 

আগামী সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন সময়মতো হবে। জনগণ ভোট দেবে। 

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর