১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৪২

মন্ত্রী কি প্রশ্নফাঁস করতে গেছে?

অনলাইন প্রতিবেদক

মন্ত্রী কি প্রশ্নফাঁস করতে গেছে?

প্রশ্নফাঁস নিয়ে এক প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'প্রশ্নফাঁস নতুন কিছু না।' সোমবার গণভবনে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, 'পরীক্ষার কত সময় আগে প্রশ্ন ফাঁস হচ্ছে?' একজন উত্তর দেন, '২০ মিনিট আগে'।

প্রধানমন্ত্রী বলেন, '২০ মিনিট। ধরেন আধা ঘণ্টা বা এক ঘণ্টা। কিন্তু কার এমন স্মৃতি আছে যে এই সময়ে প্রশ্ন দেখে কোন বইয়ে উত্তর আছে সেটা বের করে, উত্তর মুখস্থ করে পরীক্ষায় সেভাবে লিখতে পারে। আপনারা এমন মেধাবী কাউকে দেখিয়ে দেন।'

সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, মন্ত্রী-সচিব কী প্রশ্ন ফাঁস করতে গেছে? কোনো দিকে দোষ না পেয়ে একটা নিয়েই খোঁচাখুঁচি।

এমসিকিউ পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'টিক দেয়ার যে ব্যাপারটা এখন আছে তা আমাদের সময় ছিল না। আপনারা এটি বন্ধের পক্ষে লেখালেখি করেন। আমরা এটা বন্ধ করে দিব।' 

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর