১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:০০

মার্চের যে কোনো সময় স্যাটেলাইট উৎক্ষেপণ

অনলাইন প্রতিবেদক

মার্চের যে কোনো সময় স্যাটেলাইট উৎক্ষেপণ

আগামী মার্চের যে কোনো সময় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে সংবাদ সম্মেলন শেষে তিনি এ তথ্যটি জানান।

এসময় প্রধানমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আবহাওয়ার ওপরে স্যাটেলাইটের উৎক্ষেপণ নির্ভর করছে। তবে এটা নিশ্চিত আগামী মার্চের যেকোনো সময় এটি উৎক্ষেপণ করা হবে। আমাদের নিজস্ব একটা স্যাটেলাইট চ্যানেল থাকবে। এটি ইন্টারনেটসহ যোগাযোগে ইতিবাচক প্রভাব রাখবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর ব্রিটেন বিমাবন্দরে 'এমবার্গো' তুলে নিয়েছে। এটি আমাদের রফতানি বাণিজ্যে শুভ ফল বয়ে আনবে।

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর