২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:১২

দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে : মির্জা ফখরুল

ফাইল ছবি

বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

বিএনপি ও দলের চেয়ারপারসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'আজকে এমন সময় এ দিবস আমাদের পালন করতে হচ্ছে, যখন বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সমস্ত রীতি-নীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। মানুষের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।'

বিচার বিভাগ থেকে সংসদ পর্যন্ত দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, 'এসবের বিরুদ্ধে আমাদের ‘দেশনেত্রী’ খালেদা জিয়া সংগ্রাম করছিলেন। অথচ আজ তাকে একটি ‘মিথ্যা’ মামলায় কারাগারে দিন যাপন করতে হচ্ছে।'

এ সময় 'গণতন্ত্র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে' দেশের জনগণকে সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। 

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর