২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১১:৩২

খালেদা জিয়ার জামিনের বিষয়ে আশ্বস্ত করেছেন আইনজীবীরা

অনলাইন ডেস্ক

খালেদা জিয়ার জামিনের বিষয়ে আশ্বস্ত করেছেন আইনজীবীরা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

জামিনের বিষয়ে বিএনপি নেতাদের আশ্বস্ত করেছেন আইজীবীরা। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সিনিয়র নেতাদের রুদ্ধদ্বার বৈঠকে আইনজীবীরা এ আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, সিনিয়র আইনজীবী আবদুুর রেজাক খান, খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার আমিনুল হক, সানাউল্লাহ মিয়া, নিতাই রায় চৌধুরী, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কাওসার কামাল প্রমুখ।

আইনজীবীরা বিএনপি নেতাদের আশ্বস্ত করেন সরকারের কোনো হস্তক্ষেপ না থাকলে বিএনপি চেয়ারপারসন জামিন পাবেন। 

আজ উচ্চ আদালত ও বকশিবাজারের বিশেষ জজ আদালতে দলীয় আইনজীবীদের মধ্যে কে কোথায় থাকবেন তাও নির্ধারণ করা হয়।

বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে খালেদা জিয়ার জামিনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেঞ্চের কার্যতালিকায় খালেদা জিয়ার আবেদনটি রাখা হয়েছে। ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন চেয়ে তার আইনজীবীরা আবেদন করেন। ওইদিনই বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাই কোর্ট।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয়। এ ছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামির সবাইকে জরিমানা করা হয়। রায়ের পর থেকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ২০ ফেব্রুয়ারি হাই কোর্টে আপিল করেন তিনি।

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর