Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ মার্চ, ২০১৮ ০৮:২৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৪ মার্চ, ২০১৮ ১২:৫২
বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
অনলাইন ডেস্ক
বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
ফাইল ছবি

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মার্চ) জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে এক শোকবার্তা পাঠিয়ে এ সমবেদনা জানান তিনি। পরে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১ দুর্ঘটনা কবলিত হওয়ায় আমি খুবই ব্যথিত, মর্মাহত এবং শোকাহত। আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করছি, একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করছি।

উল্লেখ্য, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় ৫১ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে পাইলট, ক্রুসহ ২৬ জন বাংলাদেশি রয়েছেন।


বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৮/হিমেল

আপনার মন্তব্য

up-arrow