১৬ মার্চ, ২০১৮ ১৬:২০

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রার্থনা

অনলাইন ডেস্ক

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রার্থনা

ছবি- আবু তাহের খোকন

নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপসনালয়ে প্রার্থনা করা হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় বিশেষ মোনাজাত করা হয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়।

সকালে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনও সকালে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রার্থনার আয়োজন করে। এছাড়া কাকরাইলের সেইন্ট মেরিস ক্যাথেড্রালেও বিশেষ প্রার্থনা পরিচালিত হয়েছে।

সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। এ ঘটনায় বৃহস্পতিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। 

বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর