১৬ মার্চ, ২০১৮ ১৬:৫২

আহত আরও তিনজনকে দেশে ফেরত আনা হয়েছে

অনলাইন ডেস্ক

আহত আরও তিনজনকে দেশে ফেরত আনা হয়েছে

নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত আরও তিনজনকে দেশে ফেরত আনা হয়েছে। শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমানের বিজি ০০৭২ ফ্লাইটে তাদের দেশে আনা হয়। সেখান থেকে তাদের অ্যাম্বুলেন্সে করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন্স) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারের নির্দেশে আহত মেহেদী হাসান, আলমুন নাহার অ্যানি ও সৈয়দা কামরুন নাহার স্বর্ণাকে ঢামেকে নেওয়া হবে। তাই প্রথমে তাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়ার কথা থাকলেও সেখানে নেওয়া হচ্ছে না। তবে ইউনাইটেড হাসপাতালেও তাদের জন্য কেবিন বুকিং করা আছে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, যে তিনজনকে আনা হচ্ছে তাদের চিকিৎসার জন্য আমরা প্রস্তুত রয়েছি। পাশাপাশি তাদের জন্য কেবিনও রাখা হয়েছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর