১৭ মার্চ, ২০১৮ ১৪:৪৬

নেপালে সেই বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ শনাক্তকরণের কাজ শুরু

অনলাইন ডেস্ক

নেপালে সেই বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ শনাক্তকরণের কাজ শুরু

কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার বিমান

নেপালে ইউএস-বাংলার সেই বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। ত্রিভুবন ইউনিভার্সিটির ফরেনসিক বিভাগের প্রধান ডা. প্রমোদ শ্রেষ্ঠা এই লাশ শনাক্তকরণের কাজে নেতৃত্ব দিচ্ছেন । শনিবার সকালে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটির টিচিং হাসপাতালে এ প্রক্রিয়া শুরু হয়।

গতকাল শুক্রবার সব লাশের ময়নাতদন্ত শেষ হয়। তবে যেসব লাশ শনাক্ত করা সম্ভব হবে না, কেবলমাত্র সেই লাশগুলির ডিএনএ প্রোফাইলিং করা হবে বলে জানা গেছে। বাংলাদেশ দূতাবাস ও ইউএস-বাংলার কর্মকর্তারা শনাক্ত করার কাজটি তদারকি করছেন। নিহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনরাও সেখানে উপস্থিত আছেন।

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় যেসব বাংলাদেশিকে শনাক্ত করা সম্ভব হবে, তাদের লাশ আগামী মঙ্গলবার আনা হবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আগুনে পুড়ে নিহতদের লাশ শনাক্তে সিআইডির দুই সদস্য এখন নেপালে অবস্থান করছেন। 

 

বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর