১৯ মার্চ, ২০১৮ ১৫:০০

নেপালে কফিনের সারিতে স্বজনদের কান্না

অনলাইন ডেস্ক

নেপালে কফিনের সারিতে স্বজনদের কান্না

নেপালে নিহত বাংলাদেশিদের মরদেহ বাংলাদেশ দূতাবাসে হস্তান্তর করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন স্বজনরা। মরদেহ বুঝে পাওয়ার পর কফিনগুলো সারিবদ্ধ করে রাখা হয়। কফিনের গায়ে কালো কালিতে লেখা ছিল মরদেহের নম্বর ও নাম। কফিন পেয়েই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। কেউ কেউ আবার একে অপরকে সান্ত্বনা দেন। 

সোমবার সকাল ৯টার দিকে বাংলাদেশ দূতাবাসে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে বাংলাদেশিদের লাশবাহী বিমান দেশে পৌঁছেছে। আজ বিকাল ৪টায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ৩ জনের মরদেহ এখনও শনাক্ত হয়নি। এ তিনজনের ক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করাতে হয়, তা হলে সময় লাগবে ১০-২১ দিন।

বিডি প্রতিদিন/১৯ মার্চ, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর