২০ মার্চ, ২০১৮ ০১:৪০

মিরপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এসআই গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

মিরপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এসআই গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে একটি তিনতলা বাসায় সোমবার মধ্যরাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ওরফে জালাল উদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই বাসায় অভিযানে গিয়েছিল। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে এসআই জাহাঙ্গীরের মাথায় গুলি লাগে। তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশও সন্ত্রাসী লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়ে।

তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে গোলাগুলির পর সন্ত্রাসীরা বাসা থেকে পালিয়ে গেছে। তবে বাসাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।

অভিযান শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান মো. আছাদুজ্জামান মিয়া।

বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর