২১ মার্চ, ২০১৮ ১৭:৩৩

সংসদের ২০তম অধিবেশন ৮ এপ্রিল শুরু

নিজস্ব প্রতিবেদক:

সংসদের ২০তম অধিবেশন ৮ এপ্রিল শুরু

ফাইল ছবি

আগামী ৮ এপ্রিল দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। 

অধিবেশনের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় এই অধিবেশন কতদিন চলবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা যায়। ৬০ দিনের মধ্যে অধিবেশনের বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহবান করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আজ রাষ্ট্রপতি এই অধিবেশন আহবান করেছেন। ৮ এপ্রিল রবিবার বিকাল ৫টায় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। এটি ২০১৮ সালের দ্বিতীয় ও দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর