২২ মার্চ, ২০১৮ ১০:০১

বীরপ্রতীক কাঁকন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

বীরপ্রতীক কাঁকন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবির মৃত্যুতে গভীর শোক ও  দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঁকন বিবি ইন্তেকাল করেন।

নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে গত ১৯ মার্চ কাঁকন বিবি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসের একাংশও কাজ করছিল না বলে জানিয়ে ছিলেন চিকিৎসকরা।

কাঁকন বিবির গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিরাগাঁও গ্রামে। প্রসঙ্গত, ১৯৭১ সালে ৩ মাস বয়সী মেয়ে সখিনাকে রেখে মুক্তিযুদ্ধে যান কাঁকন বিবি। প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষে গুপ্তচরের কাজ করলেও পরবর্তী সময়ে সম্মুখযুদ্ধে অংশ নেন তিনি। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আটক হয়ে নির্যাতনের শিকারও হয়েছেন তিনি। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করেন।

বিডি প্রতিদিন/২২ মার্চ, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর