২৩ মার্চ, ২০১৮ ১৩:৪৬

স্বামীর পাশেই শায়িত হবেন আফসানা

অনলাইন ডেস্ক

স্বামীর পাশেই শায়িত হবেন আফসানা

একমাত্র পুত্র সন্তান তানজিদের সঙ্গে আবিদ সুলতান ও আফসানা খানম দম্পতি, যা এখন শুধুই স্মৃতি।

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ইউএস-বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হবে। শুক্রবার বাদ আসর রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউর সামনে আফসানা খানমের ফুফাতো ভাই শাহিনুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। এসময় সেখানে আবিদের ছোট ভাই ডা. খুরশিদ মাহমুদও উপস্থিত ছিলেন।

জানা যায়, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসানা। প্লেন দুর্ঘটনায় আবিদ সুলতানের মৃত্যুশোকে গত ১৮ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর থেকে শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন আফসানা। 

এর আগে, গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা যেকোনো সময় আরও অবনতির দিকে যেতে পারে। উন্নতির সম্ভাবনা ক্ষীণ।

ওইদিন বিকেলে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান উজ্জ্বল কুমার মল্লিক সাংবাদিকদের কাছে আফসানা খানমের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, অতিরিক্ত টেনশনের কারণে আফসানা খানমের রক্তনালী ও ডায়াবেটিস কন্ট্রোলে ছিল না। 

গত রবিবার রাজধানীর উত্তরার বাসায় স্ট্রোক করার পর পরিবারের সদস্যরা তাকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

প্রসঙ্গত, গত ১২ মার্চ অবতরণের সময় কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বিমানের পাইলট আবিদ সুলতান।

বিডি প্রতিদিন/২৩ মার্চ ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর