২৫ মার্চ, ২০১৮ ২১:২৭

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসাও করেন তিনি। 

আগামীকাল ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক বার্তায় এ শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লেখা শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেছেন, বাংলাদেশের এই ঐতিহ্য ও ইতিহাস উদযাপনে তার দেশের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। উভয় চিঠিতেই যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাস দমন, বাণিজ্য ও বিনিয়োগে ঢাকা-ওয়াশিংটনের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া বার্তায় ট্রাম্প বাংলাদেশে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সব ধরনের সহায়তার জন্য ধন্যবাদ জানান।

বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর