১৪ এপ্রিল, ২০১৮ ১৬:২৮

'বাঙালি জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এবারের পহেলা বৈশাখ'

অনলাইন ডেস্ক

'বাঙালি জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এবারের পহেলা বৈশাখ'

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (এমপি) বলেছেন, বাংলাদেশ এখন পৌঁছেছে নতুন উচ্চতায়। আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছে গেছি। যার কারণে এবারের পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

শুক্রবার দিবাগত রাতে মানিকমিয়া এভিনিউতে বার্জার পেইন্ট ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আল্পনায় বাংলাদেশ ১৪২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলপনা কার্যক্রম উদ্বোধনের আগে স্পিকার বলেন, নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব। এরমাধ্যমে পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন উদ্যোগে এগিয়ে যাওয়ার মাধ্যমে জাতি হিসেবে এগিয়ে যাব আমরা। 

এসময় তাছাড়া বাঙালি সংস্কৃতিকে ধারণ ও লালন করার মাধ্যমে দেশবাসীকে নববর্ষ বরণ করে নেওয়ার আহবান জানান স্পিকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী, ইরেশ জাকের এবং শিল্পী মনিরুজ্জামান।  

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর ‌‌‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর