Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০১৮ ১১:৩৭ অনলাইন ভার্সন
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮ ১৪:০০
সিই‌সির স‌ঙ্গে বিএন‌পির বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক
সিই‌সির স‌ঙ্গে বিএন‌পির বৈঠক শুরু
bd-pratidin

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বিএন‌পি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেন। সকাল ১১টায় বৈঠক শুরু হয়েছে।

এছাড়া বিএনপির প্রতিনিধি দলের  অন্যান্য সদস্যরা হলেন- ড. অাব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া চার কমিশনার ও কমিশনের কর্মকর্তারা উপস্থিত অাছেন। 

এসময় খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগসহ আগামী জাতীয় নির্বাচন নিয়েও আ‌লোচনা হওয়ার কথা র‌য়ে‌ছে। 

বৈঠক শেষে বিস্তারিত জানাবেন বিএনপি নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow