১৯ এপ্রিল, ২০১৮ ২১:৪০

'গোয়েন্দা টুলস ব্যবহার করে দুর্নীতির তথ্য সংগ্রহ করা হচ্ছে’

অনলাইন ডেস্ক

'গোয়েন্দা টুলস ব্যবহার করে দুর্নীতির তথ্য সংগ্রহ করা হচ্ছে’

ফাইল ছবি

গোয়েন্দা টুলস ব্যবহার করে দুর্নীতির তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রতিটি অনুসন্ধান বা তদন্তের গুণগতমান এমন হতে হবে যাতে প্রতিটি মামলায় প্রকৃত অপরাধীদের শতভাগ সাজা নিশ্চিত করা যায়। তিনি জানান, তথ্য প্রযুক্তিসহ সব গোয়েন্দা টুলস ব্যবহার করে ঘরে-বাইরে সকল প্রকার দুর্নীতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। আজ দুদকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে কর্মকর্তাদের পর্যালোচনা সভায় তিনি একথা বলেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, দুদকের গোয়েন্দা শাখা কেবল দুর্নীতিবাজদের পেছনেই গোয়েন্দাগিরি করবে না, কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়েও গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে। প্রতারক চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। এ প্রতারক চক্রের সদস্যরা কমিশনের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। তাই এ বিষয়ে তৃণমূল পর্যায়েও সচেতনতা সৃষ্টি করতে হবে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর