২৩ এপ্রিল, ২০১৮ ১৯:৩৪

এদের বিবেক কোথায় গেছে? স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন

অনলাইন ডেস্ক

এদের বিবেক কোথায় গেছে? স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন

ফাইল ছবি

কিছু আইনজীবী টাকায় বিক্রি হয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যখন একটি মানহীন মেডিকেল কলেজ আমরা বন্ধ করে দেই তখন টাকার বিনিময়ে বড় বড় আইনজীবীরা আদালত থেকে তাদের পক্ষে রায় নিয়ে আসেন। তারা অনেক বড় বড় বক্তৃতা দেন। এদের বিবেক কোথায় গেছে? স্বাস্থ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে একটি ছোট বাজারেও খাদ্যে কোনো ভেজাল দেখবেন না। কারণ, তাদের মধ্যে দেশপ্রেম আছে। আমাদের দেশে কিছু ব্যবসায়ী, কিছু দোকানদার, কিছু পাপিষ্ঠ ব্যক্তি আছে; যারা জেনেশুনে লাভের জন্যে এ ধরনের খাবার বিক্রি করে।

আজ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ আয়োজিত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি নিজে দেখেছি, ভ্রাম্যমাণ আদালত দিয়ে দেশের নামকরা হাসপাতাল যেখানে অনেকে চিকিৎসা করার আবেদন করেন, সেই হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। চিন্তা করতে পারেন? একটা ফাইভ স্টার মানের হাসাপাতাল। সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর