১৯ মে, ২০১৮ ২০:৩৫

মজুতদাররা পণ্যের দাম দিগুণ করেছে: দিলীপ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক:

মজুতদাররা পণ্যের দাম দিগুণ করেছে: দিলীপ বড়ুয়া

ফাইল ছবি

সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া বলেছেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মজুদদার-মুনাফাখোররা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিগুণ করেছে। বাজার মনিটরিংয়ের অভাবে জনগণের আর্থিক দুর্গতি বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারের প্রতি জনগণের নেতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত ও ষড়যন্ত্র করতে পারে। তাই জরুরী ভিত্তিতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মজুতকারী মুনাফাখোরদের সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে আয়োজিত মানব বন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশের সাম্যবাদীদল (এম.এল) এ এই মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর সম্পাদক বাবুল বিশ্বাস। বক্তব্য রাখেন অ্যাডভোকেট বীরেন সাহা, সুলতান আহমেদ বিশ্বাস, কবি সুনীলশীল, সাইমুন হক আবদার, নূর আলম খান, আকতার হোসেন অনীক, জিহাদ, ছাত্রনেতা ইউনুস শিকদার প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর