শিরোনাম
২০ মে, ২০১৮ ০১:৩১

ইসরায়েলি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি বাংলাদেশের

অনলাইন ডেস্ক

ইসরায়েলি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি বাংলাদেশের

ফাইল ছবি

সম্প্রতি জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভের উপর নির্মমভাবে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এদিকে, তুরস্কে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) বিশেষ সামিটে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন নৃশংসতায় আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের পক্ষে এ দাবি তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

শুক্রবার তুরস্কে ওআইসির বিশেষ সামিটে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রী তার বক্তব্যে ইসরায়েলের নৃশংসতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান। তিনি ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশসংতার জন্য আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলেন পররাষ্ট্রমন্ত্রী। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর