২১ মে, ২০১৮ ১১:৫৫

মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত মাহিদুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত মাহিদুরের মৃত্যু
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাহিদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।  রবিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
হালিমা খাতুন জানান, বার্ধক্যজনিত কারণে য্দ্ধুাপরাধী মাহিদুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি ২৮ এপ্রিল থেকে রাজশাহী কারাগারের অধীনে হাসপাতালের প্রিজনসেলে চিকিৎসাধীন ছিলেন।
 
কারা সূত্র জানায়, ২০১৫ সালের ২০ মে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সঙ্গে আফসার হোসেন টুটু নামের আরেকজনকেও একই সাজা দিয়েছিলেন আদালত। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণ, হত্যা ও নির্যাতনের তিনটি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
 
তারা একাত্তরে মুসলিম লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে রাজাকার বাহিনীতে যোগ দিয়ে তারা শিবগঞ্জ এলাকায় মানবতাবিরোধী অপরাধ ঘটান।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর