২২ মে, ২০১৮ ১২:৫১

নাজিমের পরিবারকে কেন কোটি টাকা দেয়া হবে না : হাইকোর্ট

অনলাইন ডেস্ক

নাজিমের পরিবারকে কেন কোটি টাকা দেয়া হবে না : হাইকোর্ট

বাসের ধাক্কায় একটি ইংরেজি দৈনিকের বিজ্ঞাপন কর্মকর্তা নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম গোলাম মোস্তফা।

'বুকের উপর দিয়ে গেল বাস' শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আজ আদালতের নজরে আনলে এই রুল জারি করেন বিচারক।

রুলে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, সড়ক যোগাযোগ সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে নাজিম উদ্দিন যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে মোটরসাইকেলে করে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। এসময় প্রতিযোগিতা করে চলতে থাকা শ্রাবণ ও মঞ্জিল পরিবহনের দুইটি বাসের মধ্যে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন নাজিম।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শ্রাবণের চালক ওহিদুল ও মঞ্জিল বাসের সহকারী কামাল হোসেনকে আটক করা হয়।

বিডি প্রতিদিন/২২ মে ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর