২৪ মে, ২০১৮ ২৩:৩০

পরিবর্তন হল সিএনজি স্টেশন বন্ধের সময়

নিজস্ব প্রতিবেদক

পরিবর্তন হল সিএনজি স্টেশন বন্ধের সময়

ফাইল ছবি

বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে পবিত্র রমজান মাসে সাময়িকভাবে সারাদেশে সকল সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচিতে আবারো পরিবর্তন এনেছে সরকার। 

নতুন সূচি অনুযায়ী রোজায় প্রতিদিন বিকাল ৩:০০টা হতে রাত ৯:০০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার পুনঃসিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পেট্রোবাংলার পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে আরো বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনসমূহকে উল্লিখিত সময়সূচী অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিসমূহের ভিজিল্যান্স টিম মনিটরিং করবে এবং সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশন এর বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে রমজান উপলক্ষে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সময় সূচি নির্ধারণ করা হলেও গতকাল পেট্রোবাংলার পক্ষ থেকে নতুন সূচি নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার সিএনজি স্টেশন বন্ধ রাখা সংক্রান্ত সংশোধিত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর