২৬ মে, ২০১৮ ১৮:৩২

'আওয়ামী লীগ নয়, জনগণের সরকারই পারে তিস্তা চুক্তি সম্পন্ন করতে'

অনলাইন ডেস্ক

'আওয়ামী লীগ নয়, জনগণের সরকারই পারে তিস্তা চুক্তি সম্পন্ন করতে'

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তিস্তার বিষয়টি প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচ্যসূচিতেই নেই। আর আওয়ামী লীগ নয়, জনগণের সরকারই পারে তিস্তা চুক্তি সম্পন্ন করতে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পূর্বেও ভারত সফরে গিয়েছেন। কতবার ভারতে গেলেন। তিস্তা চুক্তির পানি আলোচ্যসূচিতে পর্যন্ত আনতে পারে নাই। তাহলে বার বার কেন ভারতে যাচ্ছেন, জনগণের মধ্যে নানা গুঞ্জন। আমি আশা করি, এবার তিনি এসে তিস্তার বিষয়ে ইতিবাচক খবর দেবেন।... জাতীয় বা আন্তর্জাতিক কোনো সমস্যাই এই সরকারের দ্বারা সমাধান করা সম্ভব নয়।’

খন্দকার মোশাররফ আরও বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে আপনারা টাকা-পয়সা নিয়েও পালাতে পারবেন না। তিনি বলেছেন, ক্ষমতায় আসতে না পারলে এদেশের আওয়ামী লীগ রোহিঙ্গা হয়ে যাবে।’ বিএনপির এই নেতা দাবি করেন, ‘ওবায়দুল কাদেরের এই বক্তব্যগুলো প্রমাণ করে তারা ভয় পাচ্ছে।’

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর