২৮ মে, ২০১৮ ১১:১০
কুমিল্লা ও নড়াইলের তিন মামলার জামিন আবেদনের রায়

নাশকতার দুই মামলায় খালেদার জামিন, একটিতে খারিজ

নিজস্ব প্রতিবেদক

নাশকতার দুই মামলায় খালেদার জামিন, একটিতে খারিজ

ফাইল ছবি

কুমিল্লায় নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আর নড়াইলের মানহানি মামলা উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, কুমিল্লায় দুটি এবং নড়াইলের মানহানির অপর একটিসহ মোট তিন মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর রবিবার শুনানি শেষ। 

এদিন, আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন প্রমুখ। 

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও এ কে এম দাউদুর রহমান মিনা।  

বিডি-প্রতিদিন/২৮ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর